বরিশালে তীব্র গরমে জমজমাট আইসক্রিম ও কোমল পানীয় বিক্রি বরিশালে তীব্র গরমে জমজমাট আইসক্রিম ও কোমল পানীয় বিক্রি - ajkerparibartan.com
বরিশালে তীব্র গরমে জমজমাট আইসক্রিম ও কোমল পানীয় বিক্রি

4:15 pm , April 28, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে তীব্র গরমে একদ- প্রশান্তি পেতে বেড়েছে আইসক্রিমের চাহিদা। এছাড়া বোতলজাত পানি ও ঠা-া পানীয়’রও চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা বলছেন, সপ্তাহ দুয়েকের ব্যবধানে বিক্রি এতোটাই বেড়েছে যে কঠিন হয়ে পড়ছে যোগান দেয়া। অন্যদিকে, ক্রেতাদের ক্ষোভ বাড়তি দাম নিয়ে। নগরীর কাউনিয়া এলাকার একটি দোকান থেকে আইসক্রিম নিতে আসা এক ক্রেতা বলেন, প্রতিটি আইসক্রিমের দাম বাড়তি।৩০ টাকার আইসক্রিম বেড়ে হয়েছে ৩৫ টাকা।আইসক্রিমের বাইরে এ বছর বিভিন্ন রকম কোমল পানীয়’র চাহিদাও বেড়েছে অস্বাভাবিক হারে। পাড়া-মহল্লার দোকানপাট থেকে, সুপার শপ কিংবা ভ্রাম্যমাণ বিক্রেতা- সবারই ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। নগরীর চকবাজার ও গীর্জা মহল্লার শরবতের ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন ক্রেতার চাপ সামাল দিতে। নগরীর মল্লিক রোডের জুস বিক্রির দোকানে গিয়ে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। দোকানী জানান, আগে বিক্রি কম থাকায় বিভিন্ন আইটেমের জুস তৈরি করে ফ্রিজে রেখে দিতে হতো। এখন ফ্রিজে রাখা দূরের কথা, অর্ডার অনুযায়ী সাপ্লাই দেয়াটাই দূরুহ হয়ে পড়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT