ধর্মান্তরিত তরুনীকে স্ত্রীর স্বীকৃতি না দেয়ায় স্বামী জেলে ধর্মান্তরিত তরুনীকে স্ত্রীর স্বীকৃতি না দেয়ায় স্বামী জেলে - ajkerparibartan.com
ধর্মান্তরিত তরুনীকে স্ত্রীর স্বীকৃতি না দেয়ায় স্বামী জেলে

4:15 pm , April 28, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে এক নারীকে ধর্মান্তরিত করে বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দিয়ে প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামীকে জেলে পাঠিয়েছেন আদালত। রোববার  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রাজিব মজুমদার। এর আগে ২০২৪ সালের ৩ মার্চ বরিশাল আদালতে মামলা দায়ের করেন ভূক্তভোগী চম্পা বেগম। অভিযুক্ত স্বামী হেলাল উদ্দিন ফারুখ নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা। তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী রাজিব বলেন, চম্পা রানীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে ২০২৩ সালের ৮ অক্টোবর বিয়ে করে হেলাল। এরপর চম্পা রানীর নাম পরিবর্তন করে রাখা হয় চম্পা বেগম। এর কিছু দিন পর চম্পা বুঝতে পারেন যে তিনি প্রতারণার ফাঁদে পরেছে। বিয়ের পর থেকেই ভরণপোষণ কিংবা স্ত্রী মর্যাদা না দিয়ে উল্টো যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলো হেলাল। স্বামী হেলালের নির্যাতন সইতে না পেরে আদালতে মামলা দায়ের করেন চম্পা। সেই মামলায় রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT