কেমিকেলের ড্রামে ভোজ্য তেল বাজারজাত নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে ক্যাবের মানববন্ধন কেমিকেলের ড্রামে ভোজ্য তেল বাজারজাত নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে ক্যাবের মানববন্ধন - ajkerparibartan.com
কেমিকেলের ড্রামে ভোজ্য তেল বাজারজাত নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে ক্যাবের মানববন্ধন

4:15 pm , April 23, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ অস্বাস্থ্যকর কেমিকেলের ড্রামে ভোজ্য তেল বাজারজাত নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ক্যাবের বরিশাল জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। ক্যাবের সাধারন সম্পাদক রনজিৎ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শুভংকর চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, অসীম গোমস্তা, বীর মুক্তিযোদ্ধা পরিমল ঘোষ ও কাজী জাহাঙ্গীর কবির। মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর স্মারক লিপি প্রদান করেন ক্যাব নেতারা। ক্যাব সাধারন সম্পাদক রনজিৎ দত্ত বলেন, সয়াবিন তেলে এ সমৃদ্ধকরন করার কথা ছিলো। কিন্তু বর্তমানে সেই বিষয়টি থমকে রয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল কেমিকেলের ড্রামে বাজারজাত করা হয়। এসব ড্রামে বিএসটিআইয়ের কোন সিল ও মেয়াদের তারিখ থাকে না। অধিকাংশ অস্বাস্থ্যকর ও ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল রাখলে ধীরে ধীরে তার মান খারাপ হয়। এসব বন্ধের দাবীতে মানববন্ধন করে স্মারকলিপি দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT