নগরীর মাদক বিক্রেতার তিন বছরের কারাদন্ড নগরীর মাদক বিক্রেতার তিন বছরের কারাদন্ড - ajkerparibartan.com
নগরীর মাদক বিক্রেতার তিন বছরের কারাদন্ড

4:14 pm , April 23, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নেশা জাতীয় ইনজেকশন বিক্রির দায়ে এক মাদক বিক্রেতাকে তিন বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বরিশাল বিভাগীয় বিশেষ জজ মেহেদী আল মাসুদ এ রায় দেন।
দ-িত সোলায়মন খান সদর উপজেলার চরকাউয়া চাপরাশি বাড়ীর মৃত আব্দুল হালিম খানের ছেলে। রায় ঘোষনার সময় সে আদালতে অনুপস্থিত ছিলো।
মামলা সুত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ ডিসেম্বর ডিবি পুলিশের একটি দল নগরীর ভাটারখাল এলাকার জামাল ষ্টোর্সের সামনে অভিযান করে। এ সময় ১৫ পিস নেশা জাতীয় ইনজেকশনের এ্যাম্পুলসহ সোলায়মান খানকে আটক করে। এ ঘটনায় ডিবির এসআই মো. ইছাহাক হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করে। বিচারক স্বাক্ষ্য গ্রহন শেষে রায় দেন। আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর আদেশ দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT