কিশোর চোরকে অভিনব শাস্তি ! কিশোর চোরকে অভিনব শাস্তি ! - ajkerparibartan.com
কিশোর চোরকে অভিনব শাস্তি !

4:12 pm , April 23, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ চুরি করে ধরা খেলে চোরকে মারধর করে পুলিশে দেওয়ার ঘটনা অহরহ ঘটে থাকে। এছাড়াও বিভিন্ন সময় নানা ধরনের শাস্তি দেওয়ার ঘটনা একেবারে কম নয়। তবে চোর হাতেনাতে আটক করে উদাহরণ সৃষ্টি করেছেন এক ব্যক্তি। সোমবার (২২ এপ্রিল) ঘটেছে এ ঘটনা। চুরির শাস্তি স্বরূপ করতে হয়েছে গৃহস্থালির নানা ধরনের কাজ। চোরকে মারধর কিংবা পুলিশে সোপর্দ না করে তাকে দিয়ে করানো হয়েছে বাড়ির আঙিনার ময়লা আবর্জনা পরিস্কার। কিশোর বয়সি চোরকে শাস্তি কম, শিক্ষাই বেশি দেওয়ার উদ্দেশ্যে এমনটা করানো হয়েছে বলে জানিয়েছেন নগরের খান বাড়ির বাসিন্দা মো. ফারুক খান। চুরি নয়, সৎভাবে কাজ করেও যে পেটের ক্ষুধা মেটানো যায় শুধু এই বিষয়টি শিক্ষা দিতে কাজের পর ছিচকে চোরকে রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাওয়ানো হয়েছে উন্নত মানের খাবার। এর পর ভবিষ্যতে চুরি নয় কাজ করে জীবনযাপন করার প্রতিশ্রুতির প্রেক্ষিতে ছেড়ে দেওয়া হয়। এমন মো. ফারুক খান জানান, দক্ষিন আলেকান্দা খান বাড়ি এলাকায় তার মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজ রয়েছে। সোমবার সকালে বাড়ির আঙিনার পুকুর সাঁতরে ছিচকে ওই চোর গ্যারেজে প্রবেশ করে। সেখানে থাকা একটি অটোর ব্যাটারি চুরি করে পালানোর সময় চালকের হাতে ধরা পড়ে চোরটি। এসময় স্থানীয় লোকজন চোরকে মারধর করা সহ নানা ধরনের শাস্তি দেয়ার চেষ্টা করে। তিনি পরিস্থিতি সামাল দিয়ে চোরটির বয়সের বিষয়টি বিবেচনা করে তাকে মারধর বা অন্য কোন শাস্তি না দিয়ে চিন্তা করেন ভাল একটি শিক্ষা দেয়ার। এরপর পুলিশে না দিয়ে ছেড়ে দেয়ার শর্তে চোরকে দিয়ে বাড়ির আঙিনা ও পুকুরের জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করান তিনি। নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করান। ফারুক জানান, কিশার বয়সি চোর সব কাজগুলো বেশ সততার সাথেই শেষ করে। দুপুর পর্যন্ত কাজ কারার পর চোরটিকে কাজের বিনিময়ে রেস্টুরেন্ট থেকে ভালমানের খাবার এনে খাওয়ানোর পর ভবিষ্যতে আর চুরি না করার শর্তে ছেড়ে দেন। মূলত পেটের ক্ষুধার দায়ে কিংবা নেশাগ্রস্ত হয়ে পড়ায় কিশোর এমন বিপথে চলে গিয়েছে। তাই তাকে মারধর করে পুরিশে দিলে হয়ত সে ফিরে এসে আবারো এমন অপরাধে জড়াতো। সৎ পথে চলেও যে জীবনধারন সম্ভব তা বোঝানোর জন্যই এমনটা করেছেন। সমাজের সবাই যার যার স্থান থেকে এভাবে কিছুটা ভিন্ন চিন্তা ভাবনার প্রয়োগ ঘটালে সুন্দর ও শান্তিপূর্ন ভাবেও যে পরিবেশ বদলে দেয়া যায় মো. ফারুক খান তার একটি সামান্য চেষ্টাই করেছেন বলে পরিবর্তনকে জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT