আর কবে হবে এই সড়কটি? আর কবে হবে এই সড়কটি? - ajkerparibartan.com
আর কবে হবে এই সড়কটি?

4:34 pm , April 6, 2024

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক  ॥ শহরমুখী যেকোনো কাজে, ঢাকা, খুলনা যাতায়াত কিংবা চিকিৎসা ও কেনাকাটার প্রয়োজনে এই সড়কটি নির্ভর বরিশাল জেলাধীন প্রায় অর্ধলক্ষ মানুষ। বরিশাল সদর উপজেলার চরআইচা ও কর্ণকাঠী, বাকেরগঞ্জের দুধল, কবিরাজ, ফরিদপুর,কাঁকরদি, লক্ষ্মিপাশা, বাউফলের বাহেরচর, চরামদ্দি ও চরাদি ইউনিয়নের মানুষের যাতায়াত এই সড়কে। চার কিলোমিটারের এই সড়কটির শুরু চাঁদমারি বা চরআইচা খেয়াঘট থেকে সোজা রাণীরহাট। খানাখন্দের ওলটপালট গর্তে হোচট ও ঝাঁকুনি খেতে খেতে সুস্থ মানুষের দফারফা। এই সড়কে ইজিবাইক যাত্রীদের কয়েকজন বরিশালের বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের বাসিন্দা আক্ষেপ করে বলেন, পোয়াতি মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এই সড়কে বাচ্চা প্রসব করে দিয়েছেন বেশ কয়েকজন। গত ৮ বছর ধরে এই সড়কের কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ তাদের।
আর বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী এলাকার বাসিন্দারা জানালেন, গত দুই বছর আগে প্রথম এই এলাকায় এসে সড়কটি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। গত নির্বাচনের আগেও তিনি বলেছিলেন ‘এটি হবে। এরপর হবে, হচ্ছে,  টেন্ডার হয়েছে ইত্যাদি শুধু শুনছি। কাজ আর দেখছিনা।  এই সরকটি বরিশালের চাঁদমারি খেয়াঘাট থেকে সোজা ভোলা রোড হয়ে এসে মিশেছে রাণীরহাট বাজারে। এখান থেকে দুভাগে ভাগ হয়ে চরামদ্দি এবং হলতা বাজার হয়ে চলে গেছে গোমা, দুমকী, লক্ষ্মিপাশাসহ পটুয়াখালীর বাউফলে। প্রায় অর্ধলক্ষ মানুষের এ পথে যাতায়াত বলে জানান এলাকাবাসী। চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই ইউনিয়নের অনেকগুলো কাজইতো অসমাপ্ত পড়ে আছে। এগুলো কীভাবে হচ্ছে, কে করছে চেয়ারম্যান হয়েও কিছুই জানিনা আমি। অসমাপ্ত ব্রীজ ও কালভার্টের কারণে মানুষের ভোগান্তি যখন হয় তখন আমাকে জানায় এলাকাবাসী। স্থানীয় সংসদ সদস্য এ বিষয়ে হয়তো ভালো বলতে পারবেন বলে জানান চেয়ারম্যান মনিরুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT