4:24 pm , May 18, 2024

পিআইডি ॥ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টভুক্ত ‘‘পুরোহিত ও সেবাইতদের’’ সম্মেলন হয়েছে। শনিবার অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি জাতীর ইতিহাস ঐতিহ্য। ধর্ম-বর্ণনির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ আমলে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। স্বাধীন বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে সম্মানের সঙ্গে পালন করছে। এটাই বাংলাদেশের বড় একটি অর্জন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম মন্ত্রনালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান আফরিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসসহ ট্রাস্টিবোর্ডের সদস্যরা বক্তৃতা করেন।