2:42 pm , April 3, 2024

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী-কুমিয়ান আশ্রয়ণ প্রকল্পের ৮৫টি পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সমবায় সমিতির সমম্বয়ে আবাসনস্থলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আশ্রয়ন সাশ্রয়ী সমবায় বাজারের দোকান ঘর স্থাপন করা হয়। সমবায় বাজারের দোকান ঘর স্থাপনের কারণে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ছাড়াও এর আশপাশের লোকজন উপকৃত হচ্ছে এবং আর্থ সামাজিক উন্নয়ন সাধিত হবে। উপজেলা প্রশাসনের মাধ্যমে দোকান ঘর তৈরি করে দেওয়া হয়। সমবায় সমিতির সদস্যদের মাধ্যমে দোকানের বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। উক্ত সাশ্রয়ী সমবায় বাজারের দোকান ঘর গত ২৭ মার্চ পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান উদ্বোধন করেন।