কাশিপুরে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ॥ দ্বিতীয় দফা হামলায় দুই শ্রমিক আহত কাশিপুরে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ॥ দ্বিতীয় দফা হামলায় দুই শ্রমিক আহত - ajkerparibartan.com
কাশিপুরে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ॥ দ্বিতীয় দফা হামলায় দুই শ্রমিক আহত

4:20 pm , March 25, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদা না পেয়ে প্রবাসির নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। এসময় প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভবনের দু’জন নির্মাণ শ্রমিক। তাদেরকে ভর্তি করা হয়েছে বরিশাল শেল-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
গত ২৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কাশিপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুই শ্রমিক হলেন- আলমগীর ও শফিকুল ইসলাম। এরা দুজন ইতিপূর্বে চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলার সাক্ষী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
আহত শ্রমিকরা জানিয়েছেন, ‘নগরীর বগুড়া রোড এলাকার বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী ইমরান হোসেন সিপাহী’র মালিকানাধীন জমিতে ভবন নির্মাণ কাজ করছেন তারা। ভবন নির্মাণ কাজের শুরু থেকেই স্থানীয় মোস্তফা কামাল, শফিকুল ইসলাম মিলন ও রুবেলসহ কয়েকজন চাঁদা দাবি করে আসছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।এর প্রেক্ষিতে গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ৭/৮ জনের একদল লোক এসে ভবন নির্মাণ কাজ বন্ধে করে দেন। তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ দাবিকৃত চাঁদার টাকা না দিয়ে কাজ না করার জন্য হুমকি দেয়। এসময় আলমগীর ও শফিকুল ইসলাম নামের ওই দুই ব্যক্তির ওপর হামলা করে অভিযুক্তরা। প্রবাসী ইমরান হোসেন সিপাহীর শ্বশুর বগুড়া রোডের বাসিন্দা বোরহান উদ্দিন জানান, ‘মেয়ে জামাতা ইমরান প্রবাসে তার কষ্টার্জিত টাকায় কাশিপুরের ইছাকাঠি এলাকায় জমি কিনেছেন। এর পর থেকেই চাঁদা দাবি করে আসছে স্থানীয় মোস্তফা কামাল, শকিুল ইসলাম মিলন ও রুবেলসহ তাদের সহযোগিরা। গত ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে জমিতে প্রবেশ করে বাড়ি নির্মাণ করতে হলে ১০ দিনের মধ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। পরবর্তী ৫ মার্চ বিকেল ৫টার দিকে এসে পূণরায় চাঁদা দাবি করেন। এ নিয়ে প্রবাসীর শ্বশুর বোরহান উদ্দিনের সাথে কথা কাটাকাটির এক পর্যায় তার ওপর হামলার চেষ্টা করে। এসময় শ্রমিক আলমগীর বাধা দিলে তাকেসহ দুজনকেই বেধম মারধর করে। এমনকি তাদের সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং মোবাইল সেট ছিনতাইয়ের অভিযোগ তুলে থানায় মামলা করেন হামলার শিকার বোরহান উদ্দিন। এ ঘটনায় মামলা দায়ের করায় আরও ক্ষুব্ধ হয় অভিযুক্তরা। মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দেয় তারা। সবশেষ রোববার বিকেলে দ্বিতীয় দফায় হামলা করে অভিযুক্তরা।
এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক সুমন। তিনি জানান, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। হামলার শিকার দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি নিয়ে এই হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT