2:50 pm , March 18, 2024

আমতলী প্রতিবেদক ॥ আমতলীর পুজাখোলা গ্রামে সোমবার সকালে পানিতে ডুবে বনি আমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বনি আমিন ওই গ্রামের তোফাজ্জেল হোসের গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টায় বনি আমিনের মা অনন্যা বেগম বাড়ির উঠানে কাজ করছিলেন। এসময় বনি আমিন একটি মগ নিয়ে পানি তোলার জন্য পুকুর পাড়ে যায়। পানি তুলতে গিয়ে সে পুকুরে ডুবে যায় । পুকুরে মগ ভাসতে দেখে সন্দেহ হলে পুকুরের খোঁজাখুঁজির এক পর্যায়ে বনি আমিনের নিথর দেহ পাওয়া যায়। তাৎক্ষনিক তাকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।