মুক্তিযোদ্ধা সৈয়দ মাহাবুবুর রহমান আর নেই মুক্তিযোদ্ধা সৈয়দ মাহাবুবুর রহমান আর নেই - ajkerparibartan.com
মুক্তিযোদ্ধা সৈয়দ মাহাবুবুর রহমান আর নেই

4:12 pm , March 14, 2024

বস্ত্র ও পাট মন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপির শোক
গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান ও সুপ্রিমকোর্টের আইনজীবি বীর মুক্তিযোদ্ধা  সৈয়দ মাহবুবুর রহমান (৭৭) বৃহস্পতিবার  ফজর নামাজ বাদ ঢাকাস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সৈয়দ মাহবুবুর রহমান  গৌরনদী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন অন্যতম নেতা  সৈয়দ মতলুবুর রহমান ওরফে মধু মীরের বড় ছেলে। সৈয়দ মাহাবুবুর রহমান নোভো কার্গোর এমডি এস.এম. মোস্তাফিজুর রহমান দীনু ও ঢাকাস্থ গৌরনদী আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবুর বড় ভাই এবং বস্ত্র ও পাট মন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানকের মামা ছিলেন। বৃহস্পতিবার সকালে ঢাকা গেন্ডারিয়ায় প্রথম জানাজা ও সুপ্রিমকোর্ট চত্বরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সুপ্রিমকোর্ট চত্বরের জানাজার নামাজে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি, প্রধান বিচারপ্রতি, সুপ্রীমকোর্টের বিচারকবৃন্দ এবং সিনিয়র আইনজীবীরা অংশগ্রহণ করেন। মাগরিব বাদ গৌরনদী উপজেলার নাঠৈস্থ নিজ বাড়ির মসজিদের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন করা হয়। মৃত্যুকালে তিনি  স্ত্রী, এক ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। ১৯৭১ সালে যুদ্ধবন্দী হয়ে যশোর সেনানিবাসে নির্মম নির্যাতনের শিকার হন সৈয়দ মাহাবুবুর রহমান। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর যশোর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান। এদিকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে মন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT