পটুয়াখালীতে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন মহিউদ্দিন পটুয়াখালীতে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন মহিউদ্দিন - ajkerparibartan.com
পটুয়াখালীতে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন মহিউদ্দিন

3:51 pm , March 10, 2024

পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ (জগ মার্কা) ২০ হাজার ৭১৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম (মোবাইল ফোন) পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।এছাড়া ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লাইলি বেগম কালা (অটোরিক্সা), ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে হয়েছেন জাহানারা বিনতে সিকান্দার (আনারস) ও ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সৈয়দা আকলিমুননেছা রুবী (অটোরিক্সা)। ১ নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. লোকমান হোসেন (উটপাখি), ২ নং ওয়ার্ডে মঈন খান চানু (পানির বোতল), ৩ নং ওয়ার্ডে  মো. জাহিদ হোসেন (টেবিল ল্যাম্প), ৪ নং ওয়ার্ডে মো. সাইদুর রহমান লেলিন (পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডে মো. আলাউদ্দিন আলাল (ব্রিজ), ৬ নং ওয়ার্ডে মো. রেজাউল হাসান লাবু (ব্রিজ), ৭ নং ওয়ার্ডে   মো. তৌহিদুল ইসলাম (ব্রিজ), ৮ নং ওয়ার্ডে মো. রাকিব আকন (পাঞ্জাবি) ও ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. বেল্লাল হোসেন (উটপাখি)। উক্ত নির্বাচনে ৫০ হাজার ৬৯৯ জন ভোটারের মধ্যে ৩১ হাজার ৪৬৮ জন ভোটার ভোট প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT