বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসির পুন.নিরীক্ষনে ফেল থেকে ৩৬ শিক্ষার্থীর পাস বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসির পুন.নিরীক্ষনে ফেল থেকে ৩৬ শিক্ষার্থীর পাস - ajkerparibartan.com
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসির পুন.নিরীক্ষনে ফেল থেকে ৩৬ শিক্ষার্থীর পাস

4:12 pm , December 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ এইচএসসির ঘোষিত ফলাফলের পূন. নিরীক্ষনে বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৬ জন। মঙ্গলবার ফলাফল ঘোষনা করা হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানিয়েছেন। তিনি বলেন, গত ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। ঘোষিত ফলাফল মনপূত না হওয়ায় ৭ হাজার ৭৩২ জন শিক্ষার্থী আবেদন করেন। আবেদন জমা পড়েছিলো ৩০ হাজার ৭৫৯টি। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এর মধ্যে ২৬৫ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। জিপিএ ৫ পেয়েছেন আরো ২৩ শিক্ষার্থী।
এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার ছিলো শতকরা ৮০. ৬৫ ভাগ।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬৮ হাজার ৩৯৩ জন। এরমধ্যে অংশ গ্রহন করেছে ৬৭ হাজার ৪৬৫ জন। আর পাশ করেছে ৫৪ হাজার ৪১৪ জন। ৩৬ জন বেড়ে এ সংখ্যা হয়েছে ৫৪ হাজার ৪৫০ জন। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। আরো ২৩ জন বেড়ে এখন হয়েছে ৩ হাজার ১৬ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT