বিশ্ব শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন বিশ্ব শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন - ajkerparibartan.com
বিশ্ব শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

3:49 pm , October 2, 2023

খবর বিজ্ঞপ্তি ॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে গতকাল বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর উদ্বোধন করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও শিশু একাডেমি বরিশাল জিলাস্কুল হলরুমে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা। শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি। সুন্দর আগামী প্রতিষ্ঠার কারিগর। তিনি আরও বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ্ বিনোদনের বিকল্প নেই। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই শিশুদের পরিপূর্ণ বিকাশ সম্ভব। শিশুদের মনে বড় হওয়ার স্বপ্ন ও সাহস জাগিয়ে দিতে মা-বাবা সব সময় বদ্ধপরিকর থাকবেন । এ লক্ষ্যে শিশুদের পরিপূর্ণ বিকাশ,স্বাস্থ্য সুরক্ষা, সুশিক্ষা ও সুস্থ বিনোদন নিশ্চিত করার জন্য অভিভাবকদের মনোযোগী হতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিসেফ বরিশালের প্রধান মোঃ আনোয়ার হোসেন, খেলাঘর জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী, জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ রিয়াদুল ইসলাম, জিলাস্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি ও শিশু সংগঠক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি শুভঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জেলা শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়। একই সাথে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT