4:06 pm , August 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক গুম দিবস গুম,খুন হত্যা দিবস ও বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র্যালি করার লক্ষ্যে প্রস্ততিমূলক আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা হয়। মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর শ্রমিকদল সদস্য সচিব মো. শহিদুল ইসলাম, মহানগর জাসাস আহবায়ক মীর আদনান তুহিন, মহানগর স্চ্ছোসেবকদল সদস্য সচিব খান মো. আনোয়ার, ছাত্রদল নেতা হুমাউন কবীর প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ সহ বিভিন্ন মহানগর সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।