কৃষকের বসত বাড়ির জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন কৃষকের বসত বাড়ির জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
কৃষকের বসত বাড়ির জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

4:37 pm , June 20, 2023

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ার দক্ষিণ বড়মাছুয়ায় নবী হোসেন নামে এক কৃষককে খুন জখমের হুমকি ও বসত বাড়ির জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক। এছাড়া তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছেন। সংবাদ সম্মেলনে কৃষক নবী হোসেন বলেন, আমার ছোট ভাই শহিদ হাওলাদার পৈত্রিক সূত্রে প্রাপ্য সমুদয় সম্পত্তি পর্যায়ক্রমে আমার কাছে সাব কবলা বিক্রি করেন। এরপর বিক্রিত জমির পজিশন ছাড়তে না চাওয়ায় এ নিয়ে আমি ২০১১ সালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেই। ওই সময় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান খান বিএসসি কাগজপত্র পর্যালোচনা করে দেখেন যে, শহিদের কোন জমি নেই। সব জমিই বিক্রি করে দিয়েছে। এরপর সে বাড়ি ছেড়ে চলে যায়। সর্বশেষ মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন থাকাকালীন সিদ্ধান্ত দেন যে, আদালতে মামলা চলাকালীন যে যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু সম্প্রতি শহিদ হাওলাদার আমার বসত বাড়ির একাংশ দখল করে ঘর নির্মানের জন্য কাঠ ও অন্যান্য মালামাল মজুদ করে। বিষয়টি থানায় অবহিত করলে এসআই জিন্নাত আলী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসে ঘর নির্মানের মালপত্র দেখতে পায়। কৃষক নবী হোসেন আরো বলেন, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে অভিযুক্ত শহিদ হাওলাদার জানান, তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্য সব সম্পত্তি তার ভাইয়ের কাছে বিক্রি করেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT