কাউখালীতে বিষ প্রয়োগ করে প্রবাসীর ঘেরের মাছ নিধন কাউখালীতে বিষ প্রয়োগ করে প্রবাসীর ঘেরের মাছ নিধন - ajkerparibartan.com
কাউখালীতে বিষ প্রয়োগ করে প্রবাসীর ঘেরের মাছ নিধন

4:24 pm , June 19, 2023

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের কুয়েত প্রবাসী জসিম উদ্দিন হাওলাদারের সম্প্রতি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। প্রবাসীর স্ত্রী আফরোজা সুলতানা জানান,আমাদের ঘেরে কেয়ারটেকার একই গ্রামের মৃত: হোসেন গাজীর ছেলে মাসুম গাজী ঘেরের দেখাশুনা করতেন। যেদিন ঘেরে বিষ প্রয়োগ করা হয় পরের দিন সকালে সে পালিয়ে যায়। আমাদের কেয়ারটেকার মাসুদ গাজীকে সন্দেহ করি। আমাদের ঘেরে গরু, ছাগল, হাস মুরগী, কলা সহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি করে। সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে ২৫ কাঠা জায়গার উপরে মাছ ও কলাবাগান রয়েছে।
ঘেরের মাছের সাথে সম্প্রতি দুই লক্ষ টাকার পোনা ফেলেছি।  এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী আফরোজা সুলতানা রবিবার রাতে (১৮ জুন) কাউখালী থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, বিষয়টি শুনেছি এবং একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT