ঝালকাঠিতে কৃষকদের মাঝে বীজ ও বৈধ জাল বিতরণ করেন আমির হোসেন আমু এমপি ঝালকাঠিতে কৃষকদের মাঝে বীজ ও বৈধ জাল বিতরণ করেন আমির হোসেন আমু এমপি - ajkerparibartan.com
ঝালকাঠিতে কৃষকদের মাঝে বীজ ও বৈধ জাল বিতরণ করেন আমির হোসেন আমু এমপি

4:45 pm , June 15, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আমন ধানের বীজ এবং সুফল ভোগীদের মাঝে বিকল্প কর্মসংস্থানমূলক উপকরণ ও বৈধ জাল বিতরণ করা হয়েছে। ১৪ জুন ঝালকাঠি ২ আসনের এমপি আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এইসব বিতরণ করেন। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়াররম্যান খান আরিফুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, উপ-পরিচালক কৃষি মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান রাসুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, মইন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে ৮০ জনকে ১৬০টি ছাগল, ৮০টি ছাগলের ঘর, ৮০ জনকে ২৫ কেজি কের গমের ভুষি, ৮০ জনকে ১৬০টি কৃমিনাশক ট্যাবলেট, ৮টি গ্রুপে ৪০ জনকে বৈধ জাল ও ১২০০জন কৃষকের মাঝে প্রত্যেককে উফসি আমন বিজ ৫কেজি, ড্যাবসার ১০, কেজি , এম ও পি ১০ কেজি বিতরণ করেন।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT