গরমে অস্থির তবুও জমজমাট প্রচারণা চার প্রার্থীর গরমে অস্থির তবুও জমজমাট প্রচারণা চার প্রার্থীর - ajkerparibartan.com
গরমে অস্থির তবুও জমজমাট প্রচারণা চার প্রার্থীর

3:51 pm , May 31, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের পোর্ট রোড এলাকায় বুধবার সকাল থেকে প্রচারণায় নেমেছেন একসাথে দুজন মেয়র প্রার্থী। জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন। নগরীর বিএম স্কুলে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং জিলাস্কুল মসজিদে দেখা গেলো ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফায়জুল করীমকে। দুদিন ধরেই ভ্যাপসা গরম বরিশালে। তাপদাহ চলছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস অথচ গরমের তীব্রতা যেন চৈত্র মাসের চৈতন্যকেও হার মানিয়েছে। যদিও এটা জৈষ্ঠ্য মাস। কাঠালপাকা গরমের তাপ মানুষের শরীরতো সেদ্ধ করবেই। এই গরমে ঘামেও প্রার্থীদের প্রচারণা থেনে নেই। বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতা যেমন বাড়ে, তেমনি প্রার্থীদের প্রচারণাও বাড়তে থাকে নগরজুড়ে। সকালে পোর্ট রোডে তাপস আর রুপন দুই প্রার্থীর কুশল বিনিময় মনে করিয়ে দিল সম্প্রতির বরিশালকে। এখানে মেয়র প্রার্থী সাতজনই  ভদ্রলোক এ কথা একবাক্যে স্বীকার করেন নগরবাসী সবাই। পোর্ট রোডের প্রচারণায় প্রকৌশলী তাপসের ভিতর ছিলো এক ধরনের তাড়াহুড়ো। কারণ কি জানতে চাইলে তিনি জানান, ঢাকার আদমজী ইপিজেড এ আজ জাপানীজ কোম্পানি সানকাই এর প্রেসিডেন্ট  ওগুচি কাজুও এর সাথে একটি বৈঠক রয়েছে। এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপস বলেন, বরিশালে যদি বিনিয়োগের পরিবেশ হয় তাহলে তারা বরিশালেও বিনিয়োগ করবে । বর্তমানে আমার নেতৃত্বে নারায়নগঞ্জ ইপিজেড এ বিনিয়োগের জন্য এসেছেন তারা। দুপুরের আগে ঢাকায় পৌঁছাতে হবে।  পরবর্তীতে বেলা তিনটায় ওই বৈঠকে অংশ নিয়ে ছবি পাঠালেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। জানা গেলো বৈঠকে আরো ছিলেন সাঙ্কেই গ্রুপ জাপানের নির্বাহী পরিচালক নাকামুরা তোমোচিকা, কর্পোরেট প্ল্যানিং ম্যানেজার মাতসুহাসি হেদাকি এবং সানকেই হংকং ব্যবস্থাপনা পরিচালক মরিতা তোয়উকি।
এদিকে একই সময় সকালে পোর্ট রোডে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান (রুপন) প্রচারণা চালিয়েছেন। বরিশালের কালু খান সড়কের স্থানীয় বাসিন্দা তিনি।  রুপন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুবাদে সেখানে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন।
ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম একজন ইসলামি চিন্তাবিদ ও চরমোনাই পীরের ছোট ভাই।  বুধবার বরিশালের জিলাস্কুল মসজিদে গণসংযোগ করেছেন তিনি। এসময় নিরাপদ শহরের প্রতিশ্রুতি দিয়ে দোয়া মোনাজাত করেন ফয়জুল করীম। একই দিন সকালে বরিশালের অন্যতম আলোচিত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের আবুল খায়ের আব্দুল্লাহ মহানগরীর প্রায় সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে বৈঠক করেছেন বিএম স্কুল মিলনায়তনে।
খোকন সেরনিয়াবাত বলেন, মুসলমানদের মধ্যে অনেক অপশক্তি প্রবেশ করেছে। আলেমদের এই অপশক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে। বরিশালের ৫৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এখন খোকন সেরনিয়াবাতের নাম ধ্বনিত হচ্ছে বলে জানালেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT