3:55 pm , May 30, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ দলীয় প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী আলোচনা সভায় বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মহানগর বিএনপি সহ সকল দলীয় অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে ভোট দিতে কেন্দ্রে না যেতে আহবান করা হয়েছে। এমনকি কোন দলীয় নেতা কর্মী ও সমর্থকরা কোন প্রার্থীর হয়ে নির্বাচনী মাঠে কাজ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়ার কেন্দ্রের নির্দেশ রয়েছে বলে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভা হয়। সভায় মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনা করেন। আলোচনায় অংশ গ্রহন করেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি সদস্য এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি সিঃ যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর শ্রমিকদল আহবায়ক মোধ ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপিক ফারহানা তিথি, মহানগর কৃষকদল সদস্য সচিব সাঈদ তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব খান মোঃ আনোয়ার, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি এ্যাড,তছলিম উদ্দিন, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন,মহানগর ছাত্র দল ষবাপতি রেজাউল করিম রনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মহানগর ওলামাদলের সদস্য সচিব হাফেজ মোঃ নাঈম।