সিটি নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন তিনজন সিটি নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন তিনজন - ajkerparibartan.com
সিটি নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন তিনজন

4:11 pm , May 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে উচ্চাদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পেয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়কসহ তিন প্রার্থী। গত দুইদিনে উচ্চাদালতের পৃথক পৃথক আদেশে তাদের প্রার্থীতা ফিরিয়ে দিয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিডিয়া সমন্বয়ক মো. মনিরুজ্জামান। তিন প্রার্থী হলেন- নগরীর ১ নম্বর ওয়ার্ডের রাশেদ খান মেনন, ২ নম্বর ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়করইজ আহম্মেদ মান্না ও ৩ নম্বর ওয়ার্ডে ফিরোজ মল্লিক। সহকারী রির্টানিং কর্মকর্তা ও মিডিয়া সমন্বয়ক মো. মনিরুজ্জামান জানান, তিন প্রার্থীর প্রার্থীতা রিটর্নিং কর্মকর্তা বাতিল করেন। আপীল কর্তৃপক্ষ তাদের প্রার্থীতা ফিরিয়ে দেয়নি। পরে তারা উচ্চাদালতের শরনাপন্ন হয়। গত দুই দিনে উচ্চাদালতের পৃথক তিন আদেশে তাদের প্রার্থীতা ফিরিয়ে দিয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।  এর মধ্যে ছাত্রলীগ নেতা মান্না ঘুড়ি, মেনন লাটিম ও ফিরোজ টিফিন ক্যারিয়ার প্রতীক বরাদ্ধ পেয়েছেন। বরিশাল সিটি নির্বাচনে মেয়র, ৩০ টি সাধারন ও ১০ সংরক্ষিত ওয়ার্ডে বর্তমানে ১৬৫ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৭, সাধারন কাউন্সিলর পদে ১১৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী। সাধার কাউন্সিলর পদে তিনজন বেড়ে এখন মোট প্রার্থী রয়েছেন ১৬৮ জন। সাধারন কাউন্সিলর পদে প্রার্থী সংখ্যা বেড়ে হয়েছে ১১৯ জন। বরিশাল সিটি কর্পোরেশনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার। আগামী ১২ জুন এখানে ভোট হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT