চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৩০ টি মোবাইল ফোন সেট উদ্ধার চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৩০ টি মোবাইল ফোন সেট উদ্ধার - ajkerparibartan.com
চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৩০ টি মোবাইল ফোন সেট উদ্ধার

4:10 pm , May 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলার স্কুল শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার। তিনমাস পূর্বে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোবাইলসহ একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি ফেরত পেলেও মোবাইল ফোনটি আর পাননি। মোবাইল ফোনটি ফিরে পেতে বানারীপাড়া থানায় সাধারন ডায়েরী করেন। কোন টাকা খরচ না করেই সোমবার মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন। মোবাইল ফোনটি ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হারিয়েফেলা ও চুরি হওয়া এমন ৩০ টি মোবাইল ফোন সেট উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে বরিশাল জেলা পুলিশ। সোমবার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি জানান, বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল চুরি হয় ও হারিয়ে গিয়েছিলো। এ ঘটনায় জেলার ১০ থানা এলাকায় সাধারন ডায়েরী (জিডি)করেন ভুক্তভোগীরা। এসব জিডি নিয়ে কাজ শুরু করে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও আইটি শাখা। তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে ৩০টি মোবাইল সেট উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, এসব মোবাইল সেট অনলাইন বিক্রয় সংস্থা “বিক্রয় ডটকম” এর মাধ্যমে ক্রয়-বিক্রয় হয়েছে। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, এ বিষয়ে বিক্রয় ডটকমকে প্রকৃত মালিক ছাড়া কোন মোবাইল ফোন সেট বিক্রির জন্য তাদের পেইজে না দেয়ার জন্য চিঠি দেয়া হবে। ভবিষ্যতে তারা প্রকৃত মালিকানা ভেরিফাই করে বিক্রির জন্য নির্দেশনাও দেয়া হবে।  পুলিশ সুপার আরো বলেন, চোর চক্রকে ধরার জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে। গত ৮ মাসে চার ধাপে ১২০টি মোবাইল ফোন সেট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাইল সেট হারিয়ে বা চুরি হওয়ার পর যারা সংশ্লিষ্ট থানায় জিডি করেছে, তাদের ফোন সেট উদ্ধার করার চেষ্টা করা হয় বলেন পুলিশ সুপার।  শিক্ষক সাইফুলের মতো অপর ২৯ জন জানিয়েছেন, তারা জিডি করার পর তাদের কোন অর্থ খরচ হয়নি। পুলিশ মোবাইল ফোন সেট উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। মোবাইল ফোন সেট হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) ফরহাদ হোসেন, জেলা ডিবি পুলিশ ও আইটি বিভাগের সংশ্লিষ্টরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT