সমানতালে চলছে প্রচার প্রচারনা কেউ কারো চেয়ে কম নয় সমানতালে চলছে প্রচার প্রচারনা কেউ কারো চেয়ে কম নয় - ajkerparibartan.com
সমানতালে চলছে প্রচার প্রচারনা কেউ কারো চেয়ে কম নয়

4:10 pm , May 29, 2023

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এখানের প্রচার প্রচারণা। নির্বাচনে ৭ মেয়র প্রার্থী ও ১৭৮ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে ৪২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ থেকে ৩০ পর্যন্ত ওয়ার্ডের কোথাও গত পাঁচ বছরে কোনো উন্নয়ন হয়নি দাবী করে প্রচারণা চালাচ্ছেন সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীকের আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। প্রতিশ্রুতি দিচ্ছেন তার আপন ভাতিজা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যা যা আচরণ করেছেন, সবটাই উল্টো হবে খোকন সেরনিয়াবাত এর ক্ষেত্রে। সাধারণ মানুষের জন্য উম্মুক্ত সিটি করপোরেশন করবেন তিনি। অন্যদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নৌকা ভাড়া করে নদীর ওপারের বস্তি এলাকা পলাশপুর, রসুলপুর এবং কীর্তনখোলা নদী তীরবর্তী কেডিসি, বঙ্গবন্ধু কলোনী ও ত্রিশ গোডাউন এলাকায় প্রচারণা চালিয়েছেন গতকাল। গতকাল ঘুরছেন ২ নং ওয়ার্ড কাউনিয়া বাঁশের হাটসহ পুরো কাউনিয়ায়। উঠান বৈঠক করেছেন ১২ নং ওয়ার্ড তালুকদার বাড়ি ও ২৪ নং ওয়ার্ডের কাজী বাড়িতে। উপস্থিত নারী পুরুষ ভোটারদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের অসমাপ্ত কাজ সম্পন্ন করার আশ্বাস দিচ্ছেন তিনি। সমানতালে মাঠ চষে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনিও এবার বেশ আশাবাদী। তার দাবী সুষ্ঠু ভোট হলে তিনি বিজয়ী হবেন। চারদিন ধরে নগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের পাশাপাশি করছেন উঠান বৈঠক। তরুণ স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নগরীর ২৭ নং ওয়ার্ডের রুইয়ারপুল , কুদঘাটা এলাকয় গণসংযোগ করেছেন সোমবার। বাবা প্রয়াত মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি তার। মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর প্রার্থীদের চলছে জমজমাট প্রচারণা প্রতিটি ওয়ার্ডে। গত কয়েকদিন কিছুটা অনিয়ম চোখে পড়লেও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন এর প্রতিবেদনে রবিবার তা প্রকাশিত হবার সাথে সাথে সোমবার সকাল থেকে রঙিন ব্যানার পোস্টার রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। সকালের মাইকিংও বন্ধ করে দিয়েছে প্রার্থীরা। নিয়ম মেনে দুপুর ২টা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং হবে। জানা গেছে, এ নিয়ে কঠোর হুশিয়ারী দিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। যে কোনো পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। ১২৬ ভোট কেন্দ্রের ৮৮টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে তিনি বলেছেন, ওটা ব্যালটের হিসাব ছিলো। ইভিএম এ ঝুঁকিপূর্ণ বলে কিছু নেই। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, থাকবেন নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও র‌্যাব, পুলিশ সদস্যরা। সচিব জাহাঙ্গীর আলম গত ২৮ মে বরিশালের সার্কিট হাউজে মতবিনিময় সভায় বলেন, বরিশাল সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে তার দায় আইন-শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে। তাই পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলেও জানান তিনি। সরেজমিনে সোমবার বসিকের ২,  ৯ ও ১০ নং এবং ১৬, ২৭ ও ৩০ নং ওয়ার্ড ঘুরে দুজন মেয়র প্রার্থী ও কয়েকজন কাউন্সিলর প্রার্থীর প্রচারণা চোখে পড়ে। এখানের সব ওয়ার্ডেই রয়েছে সড়ক ও মাদকের সমস্যা। বিশেষ করে ৯ ও ১০ নং ওয়ার্ড যেন মাদকের স্বর্গরাজ্য। ১৬ নং ওয়ার্ডে পাঁচ জন পুরুষ ও একজন নারী কাউন্সিলর প্রার্থীর জোর প্রচারণা চোখে পড়ে।  এখানে উল্লেখযোগ্য সাহিন সিকদার (ঠেলাগাড়ি), প্রার্থী সাবেক কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশা এর স্ত্রী রুবিনা আক্তার বাদশা রেডিও প্রতীক, বর্তমান কাউন্সিলর রাজিব হোসেন খান (মিষ্টি কুমড়া) এবং মেহেদি হাসান মুন্না (টিফিন বক্স) নিয়ে লড়ছেন। নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত ১৬ নং ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা ও ঈশ্বর বসু সড়কের বেহাল দশা। মশার উৎপাত এ নগরীর সর্বত্র। তাই এ নিয়ে আর আলাদা করে কিছু বলতে চাননা এলাকাবাসী। তবে কেউ কেউ বলেন, এখানে বসবাসকারী প্রতিটি পরিবার ধনী এবং অর্থবিত্তের মালিক। কাউন্সিলর প্রার্থী সাহিন সিকদার বলেন, দেখতে অনেক বড় হলেও নগরীর সবচেয়ে ছোট এই ওয়ার্ড। কেননা একদিকে পুলিশলাইন, জিলাস্কুল ও কালেক্টরেট স্কুল খেয়েছে অর্ধেক এলাকা। এরপর আবার হালিমা খাতুন বিদ্যালয় খেয়েছে বাকিটুকু। ফলে বসতী যা সবটাই এই ব্রাউন কম্পাউন্ডের ভিতর আর হালিমা খাতুন বিদ্যালয়ের আশেপাশে কয়েক ঘর বসতী এখানে। সব মিলিয়ে এখানের ভোটার সংখ্যা ৫ হাজারের কিছু বেশি হবে বলে জানান তিনি।প্রার্থী হোসনে মোবারক রাজিব বলেন, শান্তিপূর্ণ প্রচারণা চালাচ্ছেন তিনি। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। একই কথা বলেন, রেডিও প্রতীকের রুবিনা আক্তার বাদশাও।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT