4:02 pm , May 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের স্ত্রী ইসমত আরা ইকবাল ভোটারদের সাথে মতবিনিয় সভা ও কুশল বিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে ২২নং ওয়ার্ডের জিয়া সড়ক মদিনা মসজিদ এলাকায় এ সভা করেন তিনি। বরিশাল ফরএভার লিভিং সোসাইটির আয়োজনে মতবিনিময় সভায় বলেন,আল্লাহর অশেষ রহমতে বাছাই পর্বে মনোনয়নপত্র বৈধ হয়েছে। আগামী ২৬ মে প্রতীক বরাদ্ধ দেয়া হবে। এরপর থেকে ঘরে ঘরে লাঙ্গল মার্কায় ভোট চাইবেন। বিজয় আমাদের সুনিশ্চিত। আপনার মাঠ ছাড়বেন না। তিনি আরও বলেন আমার স্বামী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নির্বাচিত হলে বরিশাল সিটিকে নারীবান্ধব নগরী গড়ে তুলবে।
বরিশাল ফরএভার লিভিং সোসাইটি ২২নং ওয়ার্ডের দলীয়নেত্রী হাফিজা আক্তার রিমির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাহমিনা আক্তার, প্রফেসর ফাহমিদা বেগম,সংগঠক পরিচালক এস এম ইমামুল হাসান শামিম, রফিকুল ইসলাম, জাহেদুল ইসলাম মামুন, খোরশেদ আলম, সাদিয়া ইসলাম তানিয়া,সঙ্গীতা দাস,বিথীকা রানী,মেরিনা হাসান লামিয়া,চাঁদনী আক্তার।