কাউখালীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু কাউখালীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু - ajkerparibartan.com
কাউখালীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

4:08 pm , May 5, 2024

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের হাজী বাড়িতে হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার হাজী বাড়ি নিবাসী মোহাম্মদ মতিউল হাসান মতি( ৬৫ ) সকালে তালুকদার হাট ও শিয়ালকাঠি চৌরাস্তা বাজারে যান এবং সুস্থ স্বাভাবিকভাবেই  বাজারের কাজ শেষ করে বাড়িতে আসেন । পরবর্তী সময় তিনি  তার বাড়ির পাশে কলাবাগান ও বাড়ির আঙ্গিনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি কাঁঠাল গাছ পরিচর্যা করতে গিয়ে বিকালের দিকে অতিরিক্ত গরম ও রৌদ্রের  তাপে অসুস্থ বোধ করেন। এরপর কাজ রেখে বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর তার প্রেশার কমে যায়। স্যালাইনের  পানি পান করার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার চেষ্টা করার আগেই তিনি মৃত্যুবরণ করেন। ওই বাড়ির মোঃ মিন্টু ও তার ছেলে ফুয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT