4:05 pm , May 9, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটন নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা” বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ শেষে সনদ বিতরন করা হয়েছে। মঙ্গলবার কুয়াকাটা পৌরসভার সম্মেলন কক্ষে সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের সুপার ড. মো. আশরাফুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন শাখার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ২০ জন অফিসার এই কোর্সে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শেষ দিনে কোয়ান্টাম মেথডের চীফ ইন্সট্রাক্টর আহমেদ শরীফ যোগ ব্যায়ামের মাধ্যমে মানষিক স্ট্রেস কমানোর বিষয়ে প্রশিক্ষনার্থীদের প্রাথমিক ধারনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন এই প্রশিক্ষনলব্দ জ্ঞান অর্জনের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটক/দর্শনার্থীদের সেবা প্রদানে আরো বেশি পেশাদারী এবং আন্তরিক হবে।