ডিবিসি নিউজ এ্যাকশন এক্সপ্রেস এখন বরিশালে ডিবিসি নিউজ এ্যাকশন এক্সপ্রেস এখন বরিশালে - ajkerparibartan.com
ডিবিসি নিউজ এ্যাকশন এক্সপ্রেস এখন বরিশালে

4:07 pm , May 3, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের চিত্র, এমপি- মন্ত্রীসহ জনপ্রতিনিধিদের উন্নয়ন ভাবনা, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া ইত্যাদি বিষয় নিয়ে সরাসরি কথা বলতে বরিশালে এসেছে “ডিবিসি এ্যাকশন এক্সপ্রেস”। বরিশাল-১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনের রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন চিত্র তুলে ধরছে সরাসরি নিউজ লাইভে। ঢাকা থেকে আগত সিনিয়র সাংবাদিক আরিফুল ইসলাম ও ক্যামেরা সাংবাদিক সিরাজুল ইসলাম রাসেল এই ডিবিসি এ্যাকশন এক্সপ্রেসের দায়িত্বে রয়েছেন। তাকে সহযোগিতা দিচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আবু জাফর সালেহ টিটু। ডিবিসি নিউজ এ্যাকশন এক্সপ্রেস সকাল সাতটা থেকে প্রথমে আগৈলঝাড়া সদরে কাজ শুরু করেন। এখানে উপজেলা চেয়ারম্যান আব্দুল রইচ সেরনিয়াবাত ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথোপকথন শেষে দুপুরে ডিবিসি নিউজ এক্সপ্রেস উপস্থিত হয় গৌরনদী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে। এখানে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীসহ স্থানীয় মহিলারা ডিবিসি লাইভে যুক্ত হন। ডিবিসি নিউজ এ্যাকশন এক্সপ্রেস এর নিয়মানুযায়ী একটি পর্বে আওয়ামী লীগের লোক কথা বললে পরের পর্বের লাইভে যুক্ত হবেন বিএনপি বা বিরোধী পক্ষের নেতাকর্মীরা। গৌরনদী-আগৈলঝাড়ায় সংকট তৈরি হয় বিরোধী পক্ষের কোনো নেতাকর্মীদের খুঁজতে গিয়ে। অনেক খুঁজে একজনকে পাওয়া গেল, তিনি বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন পন্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির সাজ্জাদ। আরেকজনকে পাওয়া গেল পৌর বিএনপির সদস্য সচিব গোলাম মাহতাব। দুজন দুই মেরুতে বসবাস করেন এবং তাদের ঘরে যেতে হয়। এরপর সন্ধ্যা ছটায় আওয়ামী লীগের গৌরনদী উপজেলা সভাপতি জয়নাল এবং রাত নটায় বিএনপির গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক জহির সাজ্জাদকে নিয়ে শেষ হয় বরিশালে ডিবিসি এ্যাকশন এক্সপ্রেস লাইভ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT