4:06 pm , May 3, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক পাওয়ার ৫০ বছর পূর্তি। এ দিনটি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বুধবার দুপুরে এই সভা হয়। এসময় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোঃ ফজলু, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ) আবুল কালাম আজাদ প্রমুখ। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে সকাল ৯ টায় অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি বের হবে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।