তীব্র তাপদাহ ও খরতা কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে নগরী তীব্র তাপদাহ ও খরতা কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে নগরী - ajkerparibartan.com
তীব্র তাপদাহ ও খরতা কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে নগরী

4:03 pm , May 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ টানা তীব্র তাপদাহ ও খরতা কাটিয়ে বরিশালে দেখা মিলেছে বৃষ্টির। গতকাল বিকেলে বৈশাখের শেষ লগ্নে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে পুরো বরিশাল। মৌসুমের প্রথম এই বৃষ্টিতে তৃপ্তি ও প্রশান্তি ছিলো নগরীর সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে।
বরিশাল আবহাওয়া অফিস বলছে এখন কাল বৈশাখীর সময়। স্বাভাবিক কারনে কাল বৈশাখির কারনেই এই বৃষ্টিপাত। তবে এসময় ঝড়ের সম্ভাবনা থাকলেও আজ (গতকাল) বৃষ্টির সাথে ঝড় বা তীব্র বাতাস ছিলো না। বুধবার স্থানীয় নদী বন্দরে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি বলেন সন্ধ্যা ৬ টা পর্যন্ত বরিশালে ১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় প্রায় ৩০ কিলোমিটার। পূবাভাস বলছে আগামী ৩/৪ দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাত মুষল ধারে বা দীর্ঘ সময় হবে না। তিনি আরো বলেন এ মাসের দ্বিতীয় সপ্তাহে ৯ তারিখের দিকে একটি ঘূর্নিঝড়ের সম্ভাবনা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT