বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় - ajkerparibartan.com
বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

3:13 pm , March 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি বিএম (ব্রজমোহন) কলেজের শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার । রোববার বেলা ১১টায় মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময়কালে তিনি মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরেন।  মতবিনিময়কালে পুলিশ কমিশনার  মো. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে মহামূল্যবান বই তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সামনে সচেতনতামূলক বিভিন্ন ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  আবু আহাম্মদ আল মামুন, বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  বি এম আশরাফ উল্যাহ তাহের প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT