আবারো পিছিয়েছে বরিশালে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আবারো পিছিয়েছে বরিশালে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম - ajkerparibartan.com
আবারো পিছিয়েছে বরিশালে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম

3:20 pm , March 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আবারো পিছিয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বরিশালে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। ফেব্রুয়ারি মাসে পণ্য বিক্রি বন্ধ থাকার পর ৫ মার্চ থেকে  বিক্রির কথা থাকলেও তা আবার পিছিয়ে দেয়া হয়েছে। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী ৯ মার্চের পর থেকে বরিশাল নগরীতে পণ্য বিক্রি শুরু হবে। তবে রমজান আসন্ন হওয়ায় এবারের পণ্যের সাথে যুক্ত হচ্ছে ছোলা বুট। প্রতি কেজি ছোলা বুটের দাম নির্ধারণ করা হয়েছে৫০ টাকা। এছাড়া পূর্বের পণ্যের মূল্য অপরিবর্তিত রয়েছে। এদিকে আসন্ন এই ধাপ থেকে অবিক্রিত পণ্য কার্ড ব্যতিরেকে ভোটার আইডি কার্ডের মাধ্যমে বিক্রি করা যাবে না বলে জানিয়েছে টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়। কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল বলেন, অবিক্রিত পণ্য আর ভোটার আইডি কার্ডের মাধ্যমে বিক্রি করা যাবে না। এই নির্দেশনা চলতি মাসের আসন্ন ধাপ থেকে কার্যকর হচ্ছে। তিনি বলেন, যেসব পণ্য অবিক্রিত থাকবে তা ডিলার রেখে দেবেন এবং বিষয়টি আমাদের অবহিত করবেন। আমরা পরবর্তীতে সেটি সমন্বয় করে দেব। তিনি আরো বলেন, মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা এসেছে ৯ মার্চের পর থেকে পণ্য বিক্রি শুরু করতে। আমরা সে অনুযায়ী কার্যক্রম শুরু করবো। বরিশালে আমরা খেজুর পাইনি। সুতরাং রমজানে বরিশালে খেজুর দেওয়া হচ্ছে না। তবে পূর্বের তিনটি পণ্যের সাথে যুক্ত হচ্ছে ছোলা বুট।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT