মঠবাড়িয়ায় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার মঠবাড়িয়ায় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার

3:31 pm , March 3, 2023

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম হাওলাদার নামে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত দেশী অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে মঠবাড়িয়ার চালিতাবুনিয়া গ্রামের মোঃ তোফাজ্জল হওলাদারের ছেলে হাফিজুর রহমান হায়দারের বাড়ির পুকুর থেকে প্রবাসী আমিরুলকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেন। ২১ ফেব্রুয়ারি উপজেলার চালিতাবুনিয়া ছালেহিয়া হামিদিয়া দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে বাড়িতে ফিরছিল দুবাই প্রবাসী আমিরুল ইসলাম। পথিমধ্যে দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে পৌঁছামাত্র পূর্ব ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে আমিরুলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে পৌঁছা মাত্র তিনি মারা যান। এঘটনায় ওই রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার মোঃ তোফাজ্জল হওলাদারের ছেলে হাফিজুর রহমান হায়দার, হায়দারের ছেলে তাহসিন আরবী, ইউনুচ হাওলাদারে পুত্র হোসাইন হাওলাদার ও মাহবুব পঞ্চায়েতের ছেলে নিয়াজ পঞ্চায়েতকে আটক করে। ঘটনার পরের দিন নিহত আমিরুলের বড় ভাই মাওলানা নুরুল ইসলাম বাদী হয়ে এজাহার নামীয় ৫জন ও অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালত সোমবার শুনানী শেষে তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মঠবাড়িয়া থানার এসআই আঃ কুদ্দুস জানান, রিমান্ডে হাফিজুর রহমান হায়দার ও তার ছেলে তাহসিন আরবীর স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির পুকুর থেকে মঙ্গলবার রাতে হত্যা ব্যবহৃত দেশীয় অস্ত্র স্থানীয়দের সম্মুখে উদ্ধার করা হয়েছে। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, হত্যার রহস্য উদাঘটনে পুলিশ তৎপর রয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT