কাউখালীতে স্কুল ছাত্রীর বিয়ের আয়োজনে দুই পরিবারকে জরিমানা কাউখালীতে স্কুল ছাত্রীর বিয়ের আয়োজনে দুই পরিবারকে জরিমানা - ajkerparibartan.com
কাউখালীতে স্কুল ছাত্রীর বিয়ের আয়োজনে দুই পরিবারকে জরিমানা

2:53 pm , October 8, 2022

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী। বর ও কনে পক্ষকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। জানা গেছে, শুক্রবার উপজেলার সুবিদপুর গ্রামের স্কুলছাত্রীর সাথে একই উপজেলার পারসাতুরিয়া গ্রামের রমিজ শিকদারের ছেলে সজীব শিকদারের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। গোপনে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান করেন। এ সময় দুই পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জন্ম নিববন্ধন সনদ জালিয়াতির অভিযোগে দুই জনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। স্কুল ছাত্রীকে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার মুচলেকা নিয়েছে ভ্রাম্যমান আদালত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT