‘বইয়ের সাথে রাখবো রেশ জ্ঞানের আলোয় গড়বো দেশ’ ‘বইয়ের সাথে রাখবো রেশ জ্ঞানের আলোয় গড়বো দেশ’ - ajkerparibartan.com
‘বইয়ের সাথে রাখবো রেশ জ্ঞানের আলোয় গড়বো দেশ’

2:46 pm , October 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বৃহৎ মঙ্গলের জন্য সমষ্টিকে নিয়ে কোন কাজে ঝাপিয়ে পড়ার নামই আন্দোলন। বাংলার বেশির ভাগ মানুষের বাস গ্রামে। আর এই গ্রামের মানুষেরাই আমাদের উৎপাদক শ্রেনি। কিন্তু আমাদের সমাজে এই উৎপাদক শ্রেনিই আজকে সবচেয়ে বেশি নিগৃহীত ও অবহেলিত। গ্রামের একদল শিক্ষিত তরুণ যুব সমাজ এই গ্রামের নতুন প্রজন্মের ভবিষ্যৎ চিন্তায় গড়ে তুলেছেন পাঠাগার, নাম দিয়েছেন গ্রামবাংলা পাঠাগার। যার শ্লোগান “বইয়ের সাথে রাখবো রেশ, জ্ঞানের আলোয় গড়বো দেশ”।  এই তরুন দলের নেতৃত্ব দিচ্ছেন  বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের ইউপি সদস্য নূর হোসেন মামুন। যিনি এমএ , এলএলবি শেষ করে গ্রামের শিক্ষার্থীদের নিয়ে সমাজ বির্নিমানে কাজ করছেন । তিনি জাতীয় পাঠাগার আন্দোলনের বরিশাল জেলা প্রতিনিধি।
সবাইকে পাঠাগার গড়ার কাজে উদ্ধুদ্ধ করতে নূর হোসেন মামুন  ২০১৬ সালের ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে গড়ে তোলেন সংগঠনটি। গেলো ৪ অক্টোবর গ্রামবাংলা পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। ৯নং টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মনিরুজ্জামন ও বন্দর থানার ওসি আসাদুজ্জামান। এ বি এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডের সকল ইউপি সদস্য, সংগঠনের সদস্য , আজীবন সদস্য এবং এলাকার সুধীসমাজ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT