নিষেধাজ্ঞা শুরুর আগের দিন পোর্ট রোড বাজারে জম-জমাট ইলিশ বিক্রি হয় নিষেধাজ্ঞা শুরুর আগের দিন পোর্ট রোড বাজারে জম-জমাট ইলিশ বিক্রি হয় - ajkerparibartan.com
নিষেধাজ্ঞা শুরুর আগের দিন পোর্ট রোড বাজারে জম-জমাট ইলিশ বিক্রি হয়

3:00 pm , October 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ রক্ষার শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ সময় শুরুর পূর্বে জমে উঠেছিলো নগরীর পোর্ট রোড পাইকারী মৎস্য বাজার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর আগে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইলিশ কিনতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে। সন্ধ্যার পর থেকে বাজারে ক্রেতা পরিপূর্ন হয়ে উঠে। কিন্তু পূর্বের মতো ইলিশ মাছ আসেনি বলে আড়ৎ ও ব্যবসায়ীরা দাবি করেছেন। ক্রেতাদের দাবি ইলিশ মাছে দাম বেশি। কিন্তু বিক্রেতাদের দাবি দাম কমই আছে। বাজারে প্রবেশ পথে বড় বড় সাইজের ইলিশ মাছ বিক্রিতে ব্যস্ত মো. ইলিয়াস জানান, তিনি বরিশালের আশে-পাশের নদী থেকে আসা ইলিশ বেশি দামে কিনতে হয়েছে, তবে দাম কম আছে। তিনি জানান, এক কেজি ২শ গ্রাম সাইজের প্রতিকেজি এক হাজার ৫০ টাকা, এক কেজি সাইজের প্রতিকেজি এক হাজার ও এক কেজির নিচে প্রতি কেজি ইলিশ ৮৫০ টাকা দরে বিক্রি করেছেন। বিক্রেতা সবুজ জানান, এটা একদিনের ইলিশ মেলা। ২০/২৫ টাকা লাভ হলেই বিক্রি করেছি। তিনি জানান, জাটকা ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। ভোলার চরফ্যাশন থেকে স্প্রীডবোট নিয়ে মাছ বিক্রি করতে আসা মো. শামীম বলেন, ভোলার ইলিশা, তেতুলিয়া ও মেঘনা নদী থেকে শিকার ইলিশ বিক্রি করতে এসেছেন। এখানের খুচরা বিক্রেতাদের কাছে প্রতিমন এক কেজির সাইজের ইলিশ ৪০ হাজার, এক কেজির নিচে ৩৮ হাজার ও জাটকা ১৮ হাজার টাকা দরে বিক্রি করেছেন। তিনি জানান, এর আগে এক কেজির সাইজের ইলিশ ৪৪ হাজার, এক কেজির নিচে ৪০ হাজার ও জাটকা ২০ হাজার টাকা দরে বিক্রি করেছেন।কম দামে বিক্রি করার কারন হিসেবে শামীম জানান, মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা। তাই যা দাম পেয়েছি, সেই দামে বিক্রি করেছি। বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ক্রেতা মো. রাসেল বলেন, নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। তাই ইলিশ মাছ কিনতে এসেছি। কিন্তু দাম অনেক বেশি। রাসেল বলেন, আগে যে ইলিশ মাছ ৯শ টাকা কেজি দরে কিনেছি। সেই সাইজের ইলিশ দাম এক হাজার টাকা দাম চায়। তাই এখনও কিনতে পারিনি। বিক্রেতা মো. কবির সিকদার বলেন, মধ্য রাতে নিষেধাজ্ঞা শুরু হলেও বেচা বিক্রি চলবে রাত তিনটা পর্যন্ত। আড়ত কর্মচারী রানা মাছের দাম বেশি স্বীকার করে বলেন, খুচরা বিক্রেতাদের বেশি দামে কিনতে হয়েছে। তাই দাম একটু বেশি। এ দামে বেচা বিক্রি তেমন জমেনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT