ঝালকাঠির চাঁদকাঠি মাছ বাজার সিন্ডিকেটের দখলে ঝালকাঠির চাঁদকাঠি মাছ বাজার সিন্ডিকেটের দখলে - ajkerparibartan.com
ঝালকাঠির চাঁদকাঠি মাছ বাজার সিন্ডিকেটের দখলে

2:43 pm , October 2, 2022

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি পৌরসভার চাঁদকাঠি মাছ বাজার একটি অসাধু সিন্ডিকেটের দখলে থাকার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে ও বিকালে দূর দূরান্ত থেকে আগত জেলেরা মাছ বিক্রির জন্যে বাজারের আড়ৎদারদের কাছে নিয়ে আসে। বাজারের স্থানীয় কিছু অসাধু খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে আড়ৎদারদের সাথে আঁতাত করে কম দামে মাছ কিনে চড়া দামে জনসাধারণের কাছে বিক্রি করে। বাইরের সাধারণ ক্রেতারা মাছের ডাক নিতে গেলে কৌশলে দাম উঠিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে এবং সাধারণ ক্রেতাদের নিকট থেকে তোলা হিসেবে আড়ৎদাররা ইচ্ছেমত মাছ রেখে দেয়। বাজারে আসা চাঁদকাঠির বাসিন্দা মো: মনির হোসেন জানান, এই বাজারে আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের যৌথ সিন্ডকেট থাকায় সাধারণ মানুষ সহজে এ বাজার থেকে মাছ কিনতে পারে না। ক্রেতাদের বিশেষ কৌশলের ফেলে অধিক দামে মাছ বিক্রি করে। মাছ ক্রেতা ও জেলেরা উভয়ই এই বাজারের আড়ৎদারদের কাছে এক ধরনের জিম্মি হয়ে পড়েছে। ক্রেতারা বিক্রেতাদের পছন্দ মত দাম না বললে ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার করতে দেখা যায়। সাগরের পঁচা মাছ এবং জাটকা ইলিশও এ বাজারে প্রকাশ্যে বিক্রি করতে দেখা যায়। মাছের থালার নিচে পঁচা মাছ এবং উপরে ভাল মাছ রেখে প্রতারণার মাধ্যমে মাছ বিক্রি করে ভোক্তা, ক্রেতা সাধারণকে ঠকিয়ে থাকে। মাছে ওজনে কম দেয়ার অভিযোগ অনেক। চিংড়ী মাছের ডিম থাকার স্থানে জেলি লাগিয়ে ওজন বৃদ্ধি করে মাছ বিক্রির অভিযোগ করেন আগত ক্রেতারা। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা মাসুম জানান, “আমি মাছ কিনতে গেলে আমার নিকট থেকে চড়া দাম রাখে এবং ডাকে মাছ কিনলে তা থেকে অনেক মাছ তোলা হিসেবে রেখে দেয় যা অন্যায়। এছাড়াও ফরমালিনযুক্ত মাছ বিক্রি করার অভিযোগ রয়েছে এ বাজারের মাছ বিক্রেতাদের বিরুদ্ধে।
চাঁদকাঠির  মাছ ব্যবসায়ী  দেবু মালো বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। তার সাথে দেখা করলে তিনি সাক্ষাতে এ বিষয়ে বিস্তারিত বলবেন বলে জানান।” জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন ঝালকাঠির সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, এ বিষয়ে ভোক্তা সাধারণের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিপূর্বে ওই বাজারে এক অভিযানে তিনি মাছ ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন বলেও জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT