নগরীর জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন নগরীর জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন - ajkerparibartan.com
নগরীর জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন

3:11 pm , June 15, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমে নিয়োজিত সকল কর্মকর্তাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নগরীতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করে সিটি মেয়র বলেন, সব কিছু সুন্দর একটি পরিকল্পনা নিয়ে কাজ করলে কান সমস্যা থাকতে পারে না। বুধবার বরিশাল বিভাগীয় পরিসংখ্যা কার্যালয়ের আয়োজনে নগরীর কালিবাড়ী রোডে সেরনিয়াবাত ভবনে সপ্তাহব্যাপী ‘জনশুমারি ও গৃহগণনা ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় গণশুমারি সমন্বয়কারী মোঃ সাঈদুর রহমান, বরিশাল জেলা সমন্বয়কারী মোঃ আব্দুর রহমান,উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম ও জোনাল অফিসার মোঃ কামরুল ইসলাম।
বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুমারি কর্মী হিসেবে ৮৩৬ জন গণনাকারী, ১৪৪ জন সুপারভাইজার এবং পরিসংখ্যান ব্যুরোর কর্মচারীরা এ প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত থাকবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় দশ বছর পর-পর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT