3:31 pm , June 11, 2022
পরিবর্তন ডেস্ক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিচ, অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট মজিবর রহমান, শ্রমিক লীগের শাহজাহান হাওলাদার, পরিমল চন্দ্র দাস, স্বেচ্ছাসেবক লীগের মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রনেতা রইজ আহম্মেদ মান্না, মাইনুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।