3:22 pm , June 5, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ আলম বুক স্টলের স্বত্বাধিকারী আলম সিকদারের মাতা রেনু বেগম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনি, শুভাকাঙ্খীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। গত শনিবার রাতে মানামী লঞ্চে বরিশাল আসার পথে তার মৃত্যু হয়। তিনি চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। গতকাল বাদ জোহর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে নলছিটির দপদপিয়া ইউনিয়নের ঝুরকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে স্থানীয় কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক-সম্পাদক, কীর্তনখোলার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ, ভোরের অঙ্গীকার পত্রিকার প্রকাশক-সম্পাদক মাহফুজুর রহমান সহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।