বানারীপাড়ায় জেলা পরিষদের পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগ বানারীপাড়ায় জেলা পরিষদের পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগ - ajkerparibartan.com
বানারীপাড়ায় জেলা পরিষদের পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগ

3:07 pm , March 11, 2022

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় জেলা পরিষদের গাছ কেটে ও বালু দিয়ে পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গেছে, ইলুহার ইউনিয়নের মোট ১ একর ৬ শতাংশ
জমির পুকুর পাড়ে বরিশাল জেলা পরিষদ গাছ রোপন করে। ওই গাছ অবৈধভাবে আত্মসাৎ করতে স্থানীয় একটি মহল কেটে ফেলেছে। অভিযুক্ত ইলুহারের অনিল চন্দ্র বাড়ৈ বলেন, মন্দিরের পিছনে ফাটল ধরার কারণে সেখানে বালু দিয়ে ভরাট করা হয়েছে। জেলা পরিষদ অনুমোদন আনা হয়নি। সরকারি টিআর বাবদ ৫০ হাজার টাকা দিয়ে পুকুর ভরাট করা হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদকে জানানো হয়েছে। এ সম্পর্কে ইলুহার ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম তিনি বলেন, মন্দিরের পাশে যে পুকুর ছিল ভরাট করা হয়েছে । কিন্তু পুকুরের জায়গা জেলা পরিষদের কিনা তা আমার সঠিক জানা নেই । তা ওখানের মন্দির কমিটির সদস্যরা জানতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT