মঠবাড়িয়ায় ব্রিজ নির্মাণ হওয়ায় পাল্টে গেছে গ্রামীণ দৃশ্যপট মঠবাড়িয়ায় ব্রিজ নির্মাণ হওয়ায় পাল্টে গেছে গ্রামীণ দৃশ্যপট - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় ব্রিজ নির্মাণ হওয়ায় পাল্টে গেছে গ্রামীণ দৃশ্যপট

2:32 pm , January 9, 2022

 

শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ মঠবাড়িয়ায় একটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে পাল্টে গেছে দুই গ্রামের চিত্র। মঠবাড়িয়া-চলখালী আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা বাজার সন্নিকটে ও দক্ষিণ তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজটি নির্মাণ হওয়ায় গ্রামীণ দৃশ্যপট পরিবর্তনের পাশাপাশি এলাকার মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। এ ব্রিজটি দিয়ে উপজেলার বড়মাছুয়া বাজার, ফেরিঘাট, বড়মাছুয়া স্ট্রীমার ঘাট, বলেশ^র নদ তীরবর্তী বড়মাছুয়া, পুরানখাল, কাঁটাখাল, তুলাতলা ও পোনার ঠোডা মাছের আড়ৎসহ ৪টি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিদিন কায়েক হাজার মানুষের চলাচল সহজ হয়েছে। এছাড়া ছোট-বড় সব ধরনের যানবাহন নির্বিগ্নে চলাচল করছে। অপর দিকে বলেশ^র নদ তীরবর্তী মানুষের মঠবাড়িয়া সদর, পাথরঘাটা, তুষখালী, ভান্ডারিয়াসহ দেশের বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ হয়েছে।
জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা এলজিইডি এর বাস্তবায়নে ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ২৪ মিটার আরসিসি গার্ডার এ ব্রিজটি মেসার্স ঐশী কনস্ট্রাকশন নির্মাণ করেন।
স্থানীয় সমাজ সেবক নাসির হোসেন মাতুব্বর বলেন, এ ব্রিজটি নির্মাণ হওয়ায় পণ্যবাহী পরিবহণসহ সকল প্রকার যানবাহন নির্বিগ্নে চলাচল করছে। এতে এ অঞ্চলের লক্ষাধিক মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সফল্য বৃদ্ধি পেয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT