2:31 pm , January 9, 2022

মো. আফজাল হোসেন, ভোলা ॥ সারাদেশের মত ভোলাতেও শিক্ষার্থীদের করোনার প্রতিষেধক টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারা বাহিকতায় রোববার ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে নব-নির্মিত শিক্ষা প্রকৌশলী ভবনে টিকা দেয়া হয়। তবে চরম বিশৃংখলা আর অব্যবস্থাপনায় হতাশ অভিভাবক ও শিক্ষার্থীরা। সকাল থেকে ভোলায় শিক্ষার্থীদের মাঝে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। টিকা না নিলে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে না এমন ঘোষনায় শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়ে। সকাল থেকেই দুর-দুরান্ত থেকেই শত শত শিক্ষার্থীরা এলেও টিকা দেয়ার ব্যবস্থা ভালো ছিলো না। যে কারনে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এসব শিক্ষার্থীদের। যে যেমনভাবে পাড়ছে সেইভাবে দাড়িয়েছে। শৃংখলা না থাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত দাড়িয়ে থেকে হতাশা প্রকাশ করেছে নাজমা,আয়শা,আইরিন ও সোনিয়া। তাদের মতে শৃংখলা থাকলে সুন্দর ভাবে লাইনে দাড়িয়ে থেকে টিকা দিতে পারতো। কোন ধরনের শৃংখলা না থাকায় যে যেভাবে পারছে টিকা দিয়েছে। সকালে এসেও দুপুর ৩টা পর্যন্ত টিকা দিতে না পারায় চরম হতাশ এরা। এদিকে একই ভাবে হতাশা প্রকাশ করেছে শিক্ষার্থীদের অভিভাবক মো: আলাউদ্দিন ও মো: সোলাইমান। একজন নিজের মেয়ে অপরজন ভাতিজি নিয়ে এসেছেন টিকা দেয়াতে। এমন বিশৃংখলা দেখে হতাশ তারা। তাদের অভিযোগ স্বাস্থ্য বিভাগের উচিত ছিলো শৃংখলাবদ্ধ ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর ভাবে টিকা দেয়ার কার্যক্রম পরিচালনা করা। সেটাই সুন্দর হত। এ বিষয় বক্তব্য নেয়ার জন্য জেলা সিভিল সার্জন ডা: কেএম শফিকুজ্জামানের কাছে কল করা হলে তিনি রিসিভ করেননি।