ভোলায় কাফনের কাপড় পড়ে প্রতীক নেয়া স্বতন্ত্র প্রার্থী জয়ী ভোলায় কাফনের কাপড় পড়ে প্রতীক নেয়া স্বতন্ত্র প্রার্থী জয়ী - ajkerparibartan.com
ভোলায় কাফনের কাপড় পড়ে প্রতীক নেয়া স্বতন্ত্র প্রার্থী জয়ী

2:23 pm , December 27, 2021

মো. আফজাল হোসেন, ভোলা ॥ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের কাফনের কাপড় পরে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতীক নিতে আসা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সর্দার বিপুল ভোটে জয়লাভ করেছেন। রোববার ভোট গ্রহন ও গনগনা শেষে বোরহানউদ্দিন উপজেলার রির্টানিং অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার পক্ষিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারকে ৭ হাজার ৭০০ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাফনের কাপড় পরে প্রতিক নেয়া সেই স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন সর্দার। এছাড়াও এই ইউনিয়নে মটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির, আনারস প্রতীকের কাঞ্চন মাঝি নির্বাচনে অংশগ্রহন করেন। তিনি আরও জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন সর্দার চশমা প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৫০০ ভোট। তার প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো. নাগর হাওলাদার পেয়েছেন ১ হাজার ৮০০ ভোট। জানা যায়, গত ৭ ডিসেম্বর চতুর্থ ধাপে বোরহানউদ্দিন উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন নির্বাচন থেকে সরে যেতে প্রতিপক্ষের হুমকি উপেক্ষা করে কাফনের কাপড় পরে প্রতীক আনতে গিয়েও হামলার শিকার হয় পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সর্দার। কাফনের কাপড় পড়া বিজয়ী আলাউদ্দিন সর্দার বলেন, জনগণের ভালোবাসায় তাদের খেদমত করার জন্য আমি নির্বাচনে অংশ গ্রহন করেছি। আমাকে নির্বাচন থেকে সরে যেতে প্রতিপক্ষ প্রার্থীরা একাধিক বার উপর হামলা চালায়। এক পর্যায়ে দল থেকে বহিষ্কার করেছে। ইউনিয়ন এর জনগন তাদের ভোটের মাধ্যমে হামলা ও বিগত দিনে তাদের উপর অবিচার ও অত্যাচারের সঠিক জবাব দিয়েছেন। উল্লেখ, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন সর্দার। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে প্রার্থী হওয়ায় আলাউদ্দিন সর্দারকে যুবলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT