ববিতে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ববিতে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ - ajkerparibartan.com
ববিতে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

2:29 pm , November 14, 2021

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল বিশ^বিদ্যালয় (ববি) আয়োজিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “বঙ্গমাতার জীবন ও কর্ম” শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরষ্কৃত করা হয়। এরা হলেন যথাক্রমে আইন বিভাগের শিক্ষার্থী মৌ মন্ডল, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওনুর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোসাঃ রিমা আক্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিম হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম মৌ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী উজ্জ্বল বৈরাগী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফারহান নাসিম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ওবায়েদুর রহমান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফারহানা সুলতানা এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম। “বঙ্গমাতার জীবন ও কর্ম” শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ববির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোসাঃ রিমা আক্তার এবং পদার্থ বিজ্ঞান শিক্ষার্থী মোঃ আবুল ফাতাহ্। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে সনদ ও বই তুলে দেয়া হয়েছে। এ সময় বিশ^বিদ্যালয়ের নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ তাসনুভা হাবিব, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে ৫ জন বিভাগীয় চেয়ারম্যানকে প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করায় সম্মানিত করেন উপাচার্য । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT