সিটি কর্পোরেশনের পরিমাপে জমি দখলের প্রমান মিলেছে সিটি কর্পোরেশনের পরিমাপে জমি দখলের প্রমান মিলেছে - ajkerparibartan.com
সিটি কর্পোরেশনের পরিমাপে জমি দখলের প্রমান মিলেছে

3:15 pm , November 7, 2021

বটতলায় প্লান ছাড়া অন্যের জমি দখল করে ভবন নির্মান

নিজস্ব প্রতিবেদক ॥ প্লান ছাড়াই ভবন নির্মানের কাজ শুরু। বর্তমানে সে ভবন দুই তলায় রুপ নিয়েছে। আবার সেই ভবনে রয়েছে অন্যের মালিকানাধীন জমি। নিজেকে যুব লীগের নেতা পরিচয় দিয়ে এমন কাজ করছে নগরীর বটতলা এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম রাহাত। আর অবৈধ এ নির্মানকাজ চলছে বটতলা মসজিদ থেকে আদম হাজী গলির মধ্য স্থানে। ইতিমধ্যে ভবনের নিচতলায় ফিউচার ইলেক্টনিক্স নামে ব্যবসা প্রতিষ্ঠানও খোলা হয়েছে। পুরোদমে চলছে দ্বিতীয় তলার নির্মান কাজ। সম্প্রতি সিটি করপোরেশন থেকে জমি পরিমাপ করে অন্যের জমি দখল করে ভবন নির্মানের প্রমান মিলেছে। তারপরও অদৃশ্য কারনে এই অবৈধ নির্মান কাজ বন্ধ করতে পারেনি সিটি করপোরেশন। তবে করপোশেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিয়ম অনুসারে পদক্ষেপ নিচ্ছেন তারা। খুব দ্রুত চূড়ান্ত ব্যবস্থা গ্রহন করা হবে।
জানা গেছে, মাস তিনেক আগে বিরোধপূর্ন ওই জমিতে বহুতল ভবনের কাজ শুরু করেন কথিত যুবলীগ নেতা শফিকুল ইসলাম রাহাত। নিজের সাড়ে ৩ শতাংশ জমি থাকলেও তিনি প্রতিবেশি মরহুম আইনজীবী রফিকুল ইসলামের জমি দখল করে ভবন নির্মান কাজ শুরু করেন। বিষয়টি নিয়ে রফিকুল ইসলামের স্বজনরা সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দেয়। করপোরেশনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু করপোরেশনের আদেশ অমান্য করে নির্মান কাজ চালিয়ে যান রাহাত। এভাবে আরো কয়েক দফা চিঠি দেওয়া হয় রাহাতকে । কিন্তু তিনি কাজ বন্ধ করেননি। এরই মধ্যে বেড়িয়ে আসে প্লান না থাকার বিষয়টি। সিটি করপোরেশনে প্লানের বিষয়ে খোজ নিয়ে জানা গেছে ভবন নির্মানের জন্য কোন প্লান নেননি রাহাত। সর্বশেষ তাকে জমি পরিমানের জন্য দিন নির্ধারন করে চিঠি দিয়ে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়। কিন্তু পরিমাপের দিন উপস্থিত ছিলেন না রাহাত। জানতে চাইলে সিটি করপোরেশনের সার্ভেয়ার নাসির উদ্দিন বলেন, কিছু দিন আগে জমি পরিমান করে এসেছি। কিন্তু তখন রাহাত উপস্থিত ছিলেন না। পরে আমরা তাকে জমির কাগজপত্র নিয়ে করপোরেশনে আসতে বলেছি। তিনি তাও আসছেন না। সার্ভেয়ার আরো বলেন, এভাবে লুকোচুরি করলে নিয়ম অনুযায়ী মতামত দিয়ে আইন বিভাগে প্রেরন করব। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT