বর্ধিত ভাড়ার সিদ্বান্তে বাস-লঞ্চ ধর্মঘট প্রত্যাহার বর্ধিত ভাড়ার সিদ্বান্তে বাস-লঞ্চ ধর্মঘট প্রত্যাহার - ajkerparibartan.com
বর্ধিত ভাড়ার সিদ্বান্তে বাস-লঞ্চ ধর্মঘট প্রত্যাহার

3:12 pm , November 7, 2021

হেলাল উদ্দিন ॥ গন পরিবহনে ভাড়া বৃদ্ধির পর সারা দেশের ন্যায় বাস ও লঞ্চ চালাচল শুরু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর ঢাকা থেকে ভাড়া বৃদ্ধির ঘোষনার পর বাস ও লঞ্চ চলাচলের ঘোষনা দিয়েছে কর্তৃপক্ষ। তবে সন্ধ্যার পর যাত্রী সংকট থাকায় রবিবার অভ্যন্তরীন কোন রুটে বাস না চলাচল শুরু না হলেও নথুল্লাবাদ থেকে দুরপাল্লার বিভিন্ন রুটে একাধিক বাস ছেড়ে গেছে। আর আজ সকাল থেকে অভ্যন্তরীন সকল রুটে বর্ধিত ভাড়ায় বাস চলাচল করবে বলে নিশ্চিত করেছে মালিক কর্তৃপক্ষ। এদিকে ভাড়া বৃদ্ধির দাবি পুরন হওয়ায় রাত ৮ টার দিকে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করার ঘোষনা দিয়েছে কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতি। সকাল থেকে যথারীতি সকল রুটে বর্ধিত ভাড়ায় লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছেন তারা। রুপাতলী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, ধর্মঘট প্রত্যাহার হয়েছে। আমরা বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সন্ধ্যার পর তেমন কোন ট্রিপ না থাকায় বাস চলাচল শুরু করিনি। তবে সকাল থেকে যথা নিয়মে সকল রুটে বাস চলবে। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি কালু বলেন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছি জেনেছি। কাল (আজ) গেজেট হবে। তারপরও আমরা সকাল থেকে চলাচল শুরু করব। তবে ঘোষনার পরপরই নথুল্লাবাদ থেকে দুরপাল্লার সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে
বলে জানান তিনি। এদিকে রাত ৭ টা পর্যন্ত লঞ্চ চলাচলের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছের ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী কীর্তনখোলা লঞ্চের সত্বাধিকারী মঞ্জুরুল আহসান ফেরদৌস। ভাড়া বাড়ানোর সিদ্বান্তে লঞ্চ চলাচল করার সিদ্বান্ত হয়েছে। আজ সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হবে।
বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে গতকাল নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বাসে ২৭ শতাংশ আর মহানগরে ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বেড়েছে। এছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে গণপরিবহনে ভাড়া পুননির্ধাধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকের পর এ নতুন ভাড়া নির্ধারিত হয়। নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটার প্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। তাতে দেখা যাচ্ছে, দূরপাল্লার একজন যাত্রীকে প্রতি পাঁচ কিলোমিটারে ১ টাকা ৯০ পয়সা বেশি ভাড়া দিতে হবে। মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটি বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। এতে কিলোমিটার প্রতি ৪৫ পয়সা ভাড়া বেড়েছে। ফলে মহানগর এলাকায় একজন বাসযাত্রীকে পাঁচ কিলোমিটার ভ্রমণের জন্য বাড়তি ২ টাকা ২৫ পয়সা গুনতে হবে।এছাড়া মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। এতে ভাড়া বাড়ে কিলোমিটার প্রতি ৪৫ পয়সা। ফলে মহানগর এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া পাঁচ কিলোমিটারে ২ টাকা ২৫ পয়সা বাড়লো। একই ভাবে ডিজেলের দাম বাড়ানোর পরিপেক্ষিতে বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। লঞ্চের ভাড়া ৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। রোববার রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়াা বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জন প্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT