মঠবাড়িয়া পৌর শহরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত মঠবাড়িয়া পৌর শহরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত - ajkerparibartan.com
মঠবাড়িয়া পৌর শহরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

2:57 pm , November 3, 2021

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের নিরাপত্তা নিশ্চিত ও জোরদার করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আরিফ উল হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, পৌর সচিব মো. হারুন অর রশিদ, কেএম লতীফ ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, আ‘লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ প্রমুখ। অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল বলেন, অপরাধীরা এখন অপরাধের ধরন পাল্টিয়ে বিভিন্ন ভাবে অপরাধ করছে। ওই সকল অপরাধীদের সনাক্ত করতে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো। এতে পৌর শহরে অপরাধ প্রবণতা কমে যাবে। মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস সিসি ক্যামেরা স্থাপন করলে ক্যামেরা নিয়ন্ত্রনাধীন এরিয়ায় সংঘটিত ঘটনা খুব সহজেই মনিটরিং করতে পারবে থানা পুলিশ। অচিরেই পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি আরও বলেন, পৌর বাসির নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে বৈঠকে বিভিন্ন সিন্ধান্ত নেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT