ভান্ডারিয়ায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন ভান্ডারিয়ায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

3:23 pm , June 15, 2021

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে র্দুবৃত্তরা। এ ঘটনায় খান এনায়েত করিম বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও চারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম আনারশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা খান এনায়েত করিমের মঞ্জু মার্কেটে অবস্থিত প্রধান নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে। এতে কেউ হতাহত না হলেও আফিসেটি পুড়ে যায়। এসময় পাশ্ববর্তী ১টি চায়ের দোকানও পুড়ে যায়। স্থানীয় ফায়ার সর্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নির্বাচনী রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা জানান, অফিস পোড়ানোর মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে যাই। এ ঘটনায় খান এনায়েত করিম বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১০। এই ইউনিয়নে খান এনায়েত করিম এবং তার আপন ছোট ভাই বর্তামান ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খান এনামুল করিম পান্না নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এ ছাড়াও জাতীয় পার্টি মনোনিত মতিউর রহমান বুলবুল (বাই সাইকেল), মো. হাফিজুর রহমান মৃধা স্বতন্ত্র প্রার্থী (অটোরিক্সা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এদিকে নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT