মহানগর যুবদলের সহ-সভাপতি তৌহিদের উপর হামলার ঘটনায় নিন্দা মহানগর যুবদলের সহ-সভাপতি তৌহিদের উপর হামলার ঘটনায় নিন্দা - ajkerparibartan.com
মহানগর যুবদলের সহ-সভাপতি তৌহিদের উপর হামলার ঘটনায় নিন্দা

3:13 pm , June 12, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর যুবদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মহানগর ও জেলা বিএনপি এবং মহানগর যুবদলের নেতৃবৃন্দ। তৌহিদ শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তৌহিদের বড় ভাই জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ বলেন, গত বুধবার বরিশাল ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছিল তৌহিদের। সেখানে ব্যান্ড শোরও আয়োজন করা হয়। ব্যান্ড শোর দায়িত্বে ছিল নগরীর কাটপট্টির বাসিন্দা আলামিনের। তৌহিদ তার পূর্ব পরিচিত নোলককে সেখানে নিয়ে যায় গান গাওয়ার জন্য। নোলকের জরুরী কাজ থাকায় তৌহিদ অনুরোধ জানায় আলামিনকে আগেভাগে নোলককে দিয়ে গান গাওয়ানোর জন্য। কিন্তু আলামিন তাতে ভ্রুক্ষেপ করেনি। এরপর তৌহিদ আরো দুইবার আলামিনকে অনুরোধ জানালে এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদের উপর হামলা চালায়। এতে তৌহিদের চোখের মারাত্মক ক্ষতি হয়। রক্তাক্ত অবস্থায় তৌহিদকে মেডিকেলের চক্ষু বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে তৌহিদ। নাহিদ আরো জানান, এ ঘটনায় তারা আইনী ব্যবস্থা নিবেন। তৌহিদ সুস্থ হলেই আলামিনসহ যার এ হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এদিক এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জেলা বিএনপি ও মহানগর যুবদলের নেতৃবৃন্দও নিন্দা জানিয়েছেন। তারা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT