উজিরপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন উজিরপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন - ajkerparibartan.com
উজিরপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন

1:00 am , June 6, 2021

 

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সরদারের লাশ দাফনে বাধা ও পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বন্দর প্রধান সড়কে বেলা ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । বামরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হায়দার শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহাসচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান পূনঃবাসন সোসাইটি কেন্দ্রীয় কমান্ড ঢাকা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদার, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াদুত সরদার, বীর মুক্তিযোদ্ধা জহিরুল আলম শরীফ, আয়নাল হক হাওলাদার,আঃ আউয়াল হাওলাদার, মরহুম বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই আলমগীর হোসেন সরদার,গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি উৎপল চক্রবর্তী,বামরাইল ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আরিফ শরীফ প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সালাম সরদার, বামরাইল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আলামিন খলিফা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলামিন ফরাজীসহ শতাধিক মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। পরে বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তিকারী ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারের লাশ দাফনে বাধা প্রদানকারী জামাল সরদার ও জালাল সরদার গংদের দ্রত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উল্লে¬খ্য ১৯ মে সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার পশ্চিম বামরাইল গ্রামের মৃত আঃ রব সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদার নীজ বাড়ীতে মৃত্যুবরন করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাত ১০ টায় গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে একই গ্রামের নিকট আতœীয় জামাল সরদার,জনি সরদার, জালাল সরদার, হেলাল সরদার, সুখি বেগম সহ কয়েকজন মিলে লাশ দাফনে পরিবারের সদস্যদের বাধা দেয়। বিষয়টি নিয়ে এলাকার মুসলি¬দের মধ্যে চরম উত্তেজানার সৃষ্টি হয়। একপর্যায় ওই প্রভাবশালীরা বিভিন্ন ভয়ভীতি ও পরবর্তীতিতে লাশ উপরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। এ ঘটনা এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে ছড়িয়ে পরলে ঘটনা ধামাচাঁপা দিতে অভিযুক্ত জামাল সরদার ও জালাল সরদার গংরা মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারের ছেলে রবেল সরদার,সোহেল সরদার, রিপন সরদার, মেয়ে সাজেদা বেগম, ছোট ভাই আলমগীর হোসেন সরদারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামাল সরদারের স্ত্রী সুখি বেগম বাদী হয়ে ২৩ মে ১২৬/২১নং একটি মামলা দায়ের করেন।মরহুম বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই আলমগীর হোসেন সরদার সাংবাদিকদের বলেন, জামাল সরদার ও জালাল সরদার গংরা জমি সংক্রান্ত্র বিরোধের জের ধরে আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারকে দাফনে বাধার সৃষ্টি করেছে এবং বর্তমানে আমাকে ও আমার মৃত ভাইয়ের পরিবারের সদস্যদের এলাকা থেকে উৎখাত,হত্যা করে লাশ ঘুমসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিচ্ছে। এমনকী ঘটনা ধামাচাপা দিতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের হুমকীর মুখে পরিবারের সকল সদস্যদের নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে এবং আমরা নিরুপায় ও মানবেতর জীবনযাপনকরছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT